ক্রীড়া ডেস্ক :
সিদ্ধিরগঞ্জ গোদনাইলে ঐতিহ্যবাহী সোনালী অতীত ক্লাব ১০নং ওয়ার্ড চিত্তরঞ্জন মাঠে গত ২৬শে মার্চ মহান স্বাধীনতার দিবস উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ফুটবল ম্যাচটি সোনালী অতীত ক্লাবের সাবেক ফুটবলাররা একত্রীত হয়ে দুইটি দলে ভাগ হয়ে ম্যাচটি খেলেন। শীতলক্ষ্যা ও পদ্মা নামে দুইটি দলে ১১ জন করে। মোট ২২ জন সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াররা অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ.এস.আই আব্দুর রহিম মিয়া ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী অতীত ক্লাবের সম্মানিত সভাপতি মোঃ মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক জাতীয় দলেল সাবেক ফুটবলার মোঃ সুজন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মিয়া।
তাছাড়া সাবেক জাতীয় দলের দীর্ঘদেহী খেলোয়ার মোঃ সোহেল রানা, হানিফ প্রধান সহ ও অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন শাখাওয়াত হোসেন, হজরত আলী, আমিনুল ইসলাম
মেরাডোনা, সাবেক কৃতি ফুটবলার মোঃ আব্দুর রহিম মিয়া, দোলোয়ার হোসেন, মোঃ মনা সহ অন্যান্যরা।
আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার কৃষক লিগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া। শীতলক্ষ্যা ও পদ্মা দুইটি দল চমৎকার ভাবে খেলে দর্শকদের হাততালি কুঁড়ান, প্রথমার্ধে ৩০ মিনিট খেলে গোল শূন্য ড্রো হয়, দ্বীতিয়ার্ধের ৩০ মিনিটে শীতলক্ষ্যা দলের হিমু চমৎকার কাটিয়ে এক-পা দু-পা করে নিশ্চীত হয়ে ডান পায়ের দ্রুত গতির সর্টে বল জালে জড়িয়ে উল্লাস মুখর হয়ে উঠেন। শেষ পর্যন্ত আর পদ্মা দল গোল শোধ করার জন্য মরিয়া হয়ে উঠেও ব্যার্থ হন। তাই ১ – ০ গোলের ব্যবধানে শীতলক্ষ্যা দল পদ্মা দলকে হারান।
Leave a Reply