নিজস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে অদ্য বুধবার বিকাল ৫টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক কমরেড হিমাংশু সাহার সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের শাল্লায় দরিদ্র সংখ্যালঘুর উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এ বিক্ষোভ সমাবেশ জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড গোলাম মোস্তফা সাচ্ এর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা নেতা ও বাংলাদেশ যুব মৈত্রীর জেলা যুগ্ম আহ্বায়ক কমরেড মাঈন উদ্দিন বারী , সুনীল দত্ত, বাংলাদেশ ছাত্র মৈত্রীর জেলা সভাপতি জেসমিন আক্তার , সাধারণ সম্পাদক আশিক আব্দুল্লা শাওন , এ সি আই শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মঈন উদ্দিন চিস্তি , সহ সাধারণ সম্পাদক অহিদুজ্জামান , মাসুম আহমেদ, জাকির হোসেন প্রমূখ ।
সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে ,তারা লুটপাট করেছে ,এমনকি রান্না ঘরের হাড়ি পাতিল ভেঙে নষ্ট করেছে। নারীদের শ্লীলতাহানি ও মন্দিরে প্রতিমা ভেঙেছে।
বক্তারা আরও বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ সবক্ষেত্রে উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে নানা ছুতোয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েই চলেছে। ইতোপূর্বে চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, কক্সবাজারের রামু, নাসিরনগর, কুমিল্লার মুরাদনগর, যশোরের অভয়নগরসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ঘটনা ঘটছে। সরকার সঠিক বিচার করছে না বলেই এমন ঘটনা বারবার ঘটছে। বিচারহীনতার কারণে আজ হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েই চলছে। এরই মধ্যে গত ঊনিশ মার্চ শুক্রবার সন্ধ্যায় মাগুরার শ্রীপুর উপজেলায় নির্মল সরকারসহ পঞ্চাশ হিন্দুকে ধর্ম ছাড়তে চিঠি দিয়েছে মুসলিম জামাতের কোরবান আলী গং ।
সমাবেশ থেকে শ্রীপুর, শাল্লাসহ দেশের সব সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের জোড় দাবি করা হয়।
Leave a Reply