আলোরধারা ডেস্ক :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যবমূল্য ক্রয় সীমার মধ্যে রাখার দাবিতে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ ) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি রোধে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড হিমাংশু সাহা, জেলা পার্টির ও জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতা কমরেড গোলাম মোস্তফা সাচ্ , সুনীল দত্ত, যুব মৈত্রীর জেলা যুগ্ম আহ্বায়ক যুব নেতা মাঈন উদ্দিন বারী, ছাত্র মৈত্রীর জেলা সভাপতি বিপ্লবী নেত্রী জেসমিন আক্তার, সাধারণ সম্পাদক আসিক আব্দুল্লা শাওন প্রমূখ ।
Leave a Reply