সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র সাব্বির হত্যার আসামী ৩’শিক্ষকের ১’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন নারায়ণগঞ্জ আদালত। গত বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৭’দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করে। গত রোববার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিল্টন হোসেনের আদালত আসামীদের ১’দিনের রিমান্ডের আদেশ দেন।
নিহত সাব্বির হোসেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার শান্তিনগর এলাকার জামাল হোসেনের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের রওজাতুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল৷ রিমান্ডে মুঞ্জুরকারী শিক্ষকরা হলেন- মাদ্রাসার শিক্ষক চাঁদপুরের ফরিদগঞ্জ থানার
ভাটিরগাঁও গ্রামের মৃত তমসির মিয়ার ছেলে আব্দুল আজিজ (৪২), ময়মনসিংহের পাগলা থানার কাজা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শওকত হোসেন সুমন (২৬) ও একই জেলার ফুলপুরের ইমাদপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে জুবায়ের আহমেদ (২৬)।
মামলা সূত্রে জানা যায়, আবাসিক মাদ্রাসায় থেকে পড়ালেখা করতো নিহত সাব্বির হোসেন। গত ১০’মার্চ বেলা ১১’টার দিকে মাদ্ররাসার এক শিক্ষক তার পরিবারকে জানায়, সাব্বির মাদ্ররাসার ছাদে উঠার সিঁড়িতে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেছে। পরে স্বজনরা মৃতদেহ নিয়ে রূপগঞ্জে নিজ এলাকায় দাফনের আগে গোসলের সময় নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পায়। পরে গত শুক্রবার অজ্ঞাতনামা
আসামি করে নিহতের বাবা একটি হত্যা মামলা দায়েরর করেন। দায়ের করা ওই মামলায় ৩’শিক্ষকসহ মাদ্রাসার ৪’ছাত্র গ্রেফতার করেন পুলিশ।
Leave a Reply