রূপগঞ্জ প্রতিনিধি :
রূপগঞ্জে জাকির হেসেনের চোখে মুখে আনন্দের হাসি ফুটেছে সূর্যমুখীর চাষ করে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনায় সূর্যমুখীর বীজ পেয়ে ১ বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেন তিনি।জাকির হোসেন উপজেলার মাহনা এলাকার বাসিন্দা। সে গাউছিয়া মার্কেটের একজন ব্যবসায়ীও বটে। এই প্রথম প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনা হিসাবে সূর্যমুখির বীজ পেয়ে তার ১ বিঘার একটা জমিতে সূর্যমুখির চাষ করেন। জমিটি মাহনার শেষ প্রান্তে আধুরীয়ায়।
সূর্যমুখীর চাষ দেখে একই এলাকার মোতাহার হোসেন খোকন মিয়াও তার জমিতে এ ফসলের চাষ করতে আকৃষ্ট হয়ে বলেন, আমার জমিতেও আগামীতে আমি সূর্যমুখীর চাষ করবো। শুনেছি সূর্যমুখির তেল অনেক দামী। এ তেল মানুষের অনেক উপকার আসে। সূর্যমুখির তেল খাইলে মানুষের ক্যানসার, ডায়াবেটিক, হৃদরোগ সহ অনেক জটিল ও কঠিন রোগ হওয়ার আশঙ্কা কমে যায়। দেশের অনেক মন্ত্রীরাও বিদেশ থেকে এ তেল সংগ্রহ করে থাকে। রূপগঞ্জে এ সূর্যমুখীর চাষ করলে বাম্পার ফলন হবে বলেও তিনি জানান।
রূপগঞ্জের উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ইতিমধ্যে রূপগঞ্জে কৃষকদের মাঝে সূর্যমুখীর চাষের ব্যাপক সাড়া পেয়েছি। সূর্যমুখী চাষে উর্বর ভূমিতে বিঘা প্রতি ৭/৮ মন বিজ পাওয়া যায়, সরিষার থেকে এর ফলন অনেক বেশি। রূপগঞ্জে সূর্যমুখীর বীজ আমদানী করার একটা কোম্পানী আছে। আগামীতে সূর্যমুখীর চাষ অনেক বেড়ে যাবে।
Leave a Reply