খেলাধুলা ডেস্ক :
মোতেরা টেস্ট শেষ ২ দিনে। হাতে বেশ কিছু দিন অতিরিক্ত সময় পাওয়া গিয়েছে শেষ টেস্টের আগে। নিজেদের মধ্যে বন্ধনটাকে আরও শক্ত করতে সেই সময়টাকেই যেন কাজে লাগাচ্ছেন বিরাট কোহালিরা। ময়াঙ্ক আগরওয়ালকে দেখা গেল তেমনই একটি ছবি ইনস্টাগ্রামে সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে।
এখনও অবধি ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে প্রথম একাদশে সুযোগ পাননি ময়াঙ্ক। ভারতীয় ওপেনার অপেক্ষায় রয়েছেন।
তবে তার মাঝেই একটি ছবি পোস্ট করেন তিনি। ময়াঙ্ক, রবিচন্দ্রন অশ্বিন, বিরাট, লোকেশ রাহুল-সহ আরও অনেকে এক সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন। সেই ছবির তলায় লেখা, ‘মাফিয়া গ্যাং। অশ্বিন মধ্যস্থতাকারী’।
জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকায় ছুটি পেলেই ঘুরতে যাওয়া প্রায় বন্ধই। নিজেদের মধ্যেই সময় কাটাতে দেখা যায় ক্রিকেটারদের। হোটেলের মধ্যেই থাকতে হয় বেশির ভাগ সময়। ভারতীয় দল যে তাতে অখুশি তেমন মনে হচ্ছে না এই ছবি দেখে। নিজেদের মধ্যে সময় ভাগ করে নিচ্ছেন বিরাটরা।
Leave a Reply