গোপালগঞ্জ প্রতিনিধি :
মুজিববর্ষ উপলক্ষ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের কর্ম ও উপার্জনমুখী করতে গোপালগঞ্জে ছালেহিয়া কামিলা মাদ্রাসায় ৩টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা ওই মাদ্রাসায় দর্জি বিজ্ঞান, মোবাইল সার্ভিসিং ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করেন।
মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু।
প্রশিক্ষণের প্রতিটি ট্রেডে মাদ্রাসার ১২ জন করে মোট ৩৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। সারা বছরই নতুন নতুন ব্যাচে কারিগরি প্রশিক্ষণ দিয়ে শিক্ষার্থীদের কর্ম ও উপার্জনমুখী করে তোলা হবে বলে বক্তারা জানান।
Leave a Reply