গাজীপুর প্রতিনিধি :
পার্লারকর্মীকে দেহব্যবসা করতে বাধ্য করার অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর (১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড) রোকসানা আহমেদ রোজীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সটার দিকে রাজধানীর দক্ষিণ খান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর উত্তরার দক্ষিণ খান এলাকার একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। এসময় ওই বাসা থেকে নারী কাউন্সিলরকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত মঙ্গলবার জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে ওই নারী কাউন্সিলরের বিরুদ্ধে জিএমপি’র বাসন থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী এক কিশোরী (১৬)। মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে জবরদস্তি করে সেবাপ্রদান ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে মামলা দায়ের করেন তিনি। মামলায় কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী, বাড়ির কেয়ার টেকার নুরুল হক ও অজ্ঞাতসহ মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়। মামলার পর পরই বাসন থানা পুলিশ নুরুল হককে গ্রেফতার করলেও ঘটনার পর থেকে কাউন্সিলর রোজী পলাতক ছিল।
প্রসঙ্গত, নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীর মালিকানাধীন গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা রহমান শপিং মলে একটি পার্লার রয়েছে। ওই কিশোরী (১৬) প্রায় চার মাস আগে পার্লারটিতে চাকরি নেন। নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন বড়য়াকোনা এলাকায় তার বাড়ি। একপর্যায়ে গ্রেট ওয়াল সিটি এলাকায় রোজীর ভাড়া বাসায় গৃহকর্মীর কাজ করতে বাধ্য করা হয় তাকে। বাড়ির কেয়ার টেকার নুরুল হক এতে সহায়তা করেন। এরপর থেকে প্রায় দু’মাস ধরে বিভিন্ন সময়ে অনৈতিক কাজে বাধ্য করা হয় ওই কিশোরীকে। ভিকটিম একপর্যায়ে মঙ্গলবার কৌশলে বাসা থেকে পালিয়ে যায়।
Leave a Reply