খেলাধুলা ডেস্ক :
শুক্রবার(১৯ ফেব্রুয়ারী)নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই সাকিব আল হাসান, দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সেই দলে আছেন আলোচিত বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
গত বছর ১৪ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগের ম্যাচে মিরপুরে ঢাকা-বরিশাল ম্যাচে বরিশালের ইনিংসের ১৩তম ওভারে একবার এবং ১৭তম ওভারে আরও একবার নাসুম আহমেদকে মারতে উদ্যত হন মুশফিকুর রহীম। এই ঘটনায় বেশ সমালোচিত হন মুশফিক। আর নাসুম বলেছিলেন, বড় ভাই হিসেবে মুশফিক ভাই আমাকে শাসন করতেই পারেন। সেই নাসুম এবার মুশফিকের সঙ্গে খেলবেন জাতীয় দলেও।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ।
Leave a Reply