নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ নং ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত আলী আহম্মদ রি-রোলিং মিলসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক ভিতন্ডার এক পর্যায়ে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মালিক সহ সবাইকে থানায় নিয়ে যায়।
থানায় যাওয়ার পর উভয় পক্ষের কথা শুনে মালিক পক্ষ অফিসার ইনচার্জ বরাবর মুছ লেখা দিয়ে সবাইকে নিয়ে আসে।
উক্ত বিষয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেক আইডির মাধ্যমে উভয় পক্ষের নামে গুজব ছড়ানো হয়।
এ বিষয়ে মালিকপক্ষ বলেন, বিষয়টা তো আমরা করিনি কাহারা করেছে তাও জানিনা। লিংগুলো আমার হোয়াটসঅ্যাপে দিন আমি দেখে দেখে এগুলো বন্ধ করনের ব্যবস্থা করছি।
উক্ত বিষয়ে মাজারুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, আমার বাবার ইমেজ ও আমার পরিবারের সুনাম ক্ষুন্ন্য করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালিয়ে হেও প্রতিপন্ন করার চেষ্টা করছে। তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা মিথ্যা অপপ্রকান্ডায় না পড়ে সত্যিটা কেউ উদঘাটন করুন।