নিজস্ব প্রতিনিধি :
করোনার স্বাস্থ্য বিধি মেনে আগামী ২৭ জানুয়ারী থেকে চাঁদপুর জেলার মতলব উত্তরের ছোট মরাধন, চকবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন ব্যাপী আদী মুসাই মুসলমান, উম্মতে মোহাম্মদী, মহান স্রষ্টার মনোনীত তরিকায়ে ইব্রাহীমের উদ্যোগে ২৭তম বার্ষিক প্রধান পূনর্মিলনী-মাঘী পুর্ণিমার অনুষ্ঠান।
ইব্রাহীম তরিকায়ের ঐশ্বরিক শিক্ষাগুরু জয়নাল আবেদীন সরকার (জয়নাল শাহ) এর নিজ বাড়ীতে ২৭ জানুয়ারী বুধবার থেকে ২৯ জানুয়ারী শুক্রবার পর্যন্ত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান মালায় রয়েছে পবিত্র কোরআন শরীফের আলোচনা-জিকির, ঐশ্বরিক সত্য সংগীতের গান-গজলের মধ্য দিয়ে স্রষ্টার আরাধনা ও প্রার্থনা। ইব্রাহীম তরিকায়ের সহকারী প্রতিষ্ঠাতা সভাপতি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির পরিচালক সাধু শামীম হোসাইন কাল শাহ্ এর সার্বিক পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহান ইব্রাহীম তরিকায়ের ঐশ্বরিক শিক্ষাগুরু ও প্রধান প্রতিষ্ঠাতা সভাপতি সাধু জয়নাল আবেদীন সরকার (জয়নাল শাহ) । দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-অনুরাগীগণদেরকে উপস্থিত হয়ে মহান স্রষ্টার কর্মযজ্ঞকে সফল করার জন্য বিনীত ভাবে আহ্বান করা হল।
Leave a Reply