সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ একটি কোয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। এ সময় অবৈধ পন্থায় কোয়েল উৎপাদন ও বিএসটিআই এর অনুমোদন ছাড়া বিএসটিআই এর লোগো ব্যবহার করার অপরাধে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।
সোমবার ২৫শে জানুয়ারি দুপুরে সিদ্ধিরগঞ্জের ধনু ভাজি শশী এন্ড ঐশী এন্টারপ্রাইজ নামে ওই কোয়েল কারখানাকে অর্থদণ্ড করা হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলার সরকারি পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান এসময় উপস্থিত ছিলেন এবং সেই সাথে উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কর্মকর্তা ও জেলা পুলিশের একটি টিম।
Leave a Reply