সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জ পাইনাদী পূর্ব পাড়া সি, আই খোলা, এলাকার কুখ্যাত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও চাঁদা বাজ রতন (২৮), পিতা মৃত আবুল কাশেম। তাকে গতকাল সকাল ১২টায় আটক করেছে পুলিশ। সম্প্রতি রতন তার বাহিনীর মাদক বিক্রির একটি ভিডিও ফুটেজ অনলাইনে প্রকাশর পর ভিডিওটি ভাইরাল হয়। ভিডিও’তে তাকে প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখা যায়। এ ছাড়া সি.আই.খোলা, এলাকায় পরিবর্তন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অফিসে গত ১২ই জানুয়ারী হামলা চালিয়ে অফিস ভাংচুর ও নগদ অর্থ ৮,৭০,০০০/-টাকা ও তিনটি মোবাইল নিয়ে যায়। সিদ্ধিগঞ্জ থানায় তার বিরুদ্ধে এর আগে ঐ দিনেই রাকিব নামে এক যুবককে মারাত্মক ভাবে রক্তাক্ত যখম করার অভিযোগ জমা হয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মাদক বিক্রয়ের ভিডিও ফুটেজ শনাক্ত করে বৃহস্পতিবার ২১ শে জানুয়ারী সকালে তাকে প্রেফতার করে। এই রির্পোট লেখা পর্যন্ত। বৃহস্পতিবার রাত ৮টা ওই হামলা, ভাংচুর মারধর ও টাকা লুটের অভিযোগে রতন ও তার বাহিনীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
আটকৃত – রতন (২৮) নাসিক ১নং ওয়ার্ডের সি.আই.খোলা. এলাকার মৃত
আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে হত্যা। ধর্ষণ, মাদক ব্যবসা ও ছিনতাই
সহ একাধিক মামলা রয়েছে। এদিকে থানায় অভিযোগকারী মো: আবদুস
সালাম (অপু) জানান তার ছোট ভাই সুলতান সহ কয়েকজন ব্যবসায়ী
সমিতির অফিসে রতন রবিন, রানা, আব্দুর রব, রাজু, জাহিদ, আমান, আলী
শান্ত, কাদির সহ প্রায় ২০/২৫ জন হামলা চালায় এবং ভাংচুর করে। এসময়
রাকিব। হাসান আলী, অলি উল্লাহ, আব্দুস সালাম অপু হৃদয় সহ বেশ
কয়েকজন আহত হয়। এ এসময় তারা সমিতির নগদ ৮,৭০,০০০/-টাকা ও
মোবাইল লুট করে নিয়ে গেছে। এরা সবাই হামলাকারীরা মাদক ব্যবসার
সাথে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে থানায় পূর্বে মাদক ও ডাকাতির অভিযোগ
রয়েছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক কাজল চন্দ্র মজুমদার
জানান, ভিডিও ফুটেজের সূত্র ও সি.আই.খোলা, এলাকায় ব্যবসায়ীদের
অফিসে ভাঙ্গচুর। হামলা টাকা লুট ও মারধরের ঘঠনায় রতনকে আটক করা
হয়েছে। বাকিদেরকে এখনো গ্রেফতার করতে পারিনি। সিদ্ধিরগঞ্জ থানার
এস আই মো: কাজল আশ্বাস্ত করেছে যে, অতি শ্রীঘ্রই তাদেরকে আইনের
আওতায় আনা হবে।
Leave a Reply