সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতির উপর পরিকল্পি হামলা, থানায় জিডি করে। গতকাল শুক্রবার সিদ্ধিরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থান জামে মসজিদে মসজিদ কমিটির সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আলহাজ মুজিবুর রহমানের উপর জুম্মার বয়ান চলা কালে আতর্কিত হামলা চালায়। উক্ত হামলাকারীদের বিরুদ্ধে মজিব ফ্যাশনের একাউন্টেন্ট মৃত ইদ্রিস আলীর ছেলে আনিছুজ্জামান বাদী হয়ে জিডি করে। জিডি নং ৩৭০।
জিডি সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থান জামে মসজিদে মসজিদ কমিটির সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আলহাজ মুজিবুর রহমানের আত্মিয় সাইফুল ইসলামের সাথে জমি সংক্রান্ত দন্ধ হয়। উক্ত দন্ধের জেরধরে গত ১’জানুয়ারী ২০২১ ইং শুক্রবার সিদ্ধিরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থান জামে মসজিদে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে ভূয়া মোতোয়াল্লি পরিচয়ে পাইনাদী পূর্বপাড়া এলাকার মৃত সাইজদ্দিনের ছেলে মনির হোসেন মসজিদের মাইকে জুমা চলাকালিন বক্তব্য রাখেন। গতকাল শুক্রবার জুমা চলাকালিন মসজিদের সভাপতি মজিবুর রহমানের উপর সন্ত্রাসী মনির, মুকুল ও মজুসহ বেশ কয়েক জন হত্যার উদ্ধেশ্যে হামলা চালায়। হামলায় মজিবুর রহমানসহ বেশ কয়েক জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়।
আরো জানা যায়, মসজিদের টাকা হামলাকারীরা বেহিসেবে খরচ করায় এ হামলার ঘটনা ঘটে। উল্লেখ্য সন্ত্রাসী মনির, মুকুল ও মজু নাসিক ১নং ওয়ার্ড এলাকার চিহৃত ভূমিদস্যু। সন্ত্রাসী, ভূমিদস্যু মনিরের বাড়ীতে কয়েক বছর আগে জাল টাকা ছাপানোর মেসিন উদ্ধার করেছিল পুলিশ।
Leave a Reply