সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করে মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বাদানী। গত রোববার থানায় ৬৩’নং অভিযোগ দায়ের করায় স্ত্রী মুক্তাকে খুঁজে বেড়াচ্ছে স্বামী আবুল কালাম আজাদ (রাসেল)। স্বামীর হাত থেকে জীবন বাচাতে পালিয়ে বেড়াচ্ছে ৪’মাসের গর্ভবতী স্ত্রী মুক্তা আক্তার।
জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতানপাড়া এলাকার স্থায়ী বাসিন্ধা সাবেক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন আলীর ছেলে আবুল কালাম আজাদ(রাসেল)। ঘরে স্ত্রী থাকার পরেও রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দুদুখান এলাকার একেন খাঁর মেয়ে মুক্তা আক্তারকে গত ২’হাজার ২০’সালের ১০ই’জানুয়ারী ডিএমপির পূর্ব রামপুরা বনশ্রী কাজী অফিসে রেজিট্রি মূলে বিবাহ করে।
বর্তমান সংসার জীবনে মুক্তা আক্তার ৪’মাসের গর্ভবতী। থানার নাসিক ২নং ওয়ার্ড চিশ্তীয়া বেকারী সংলগ্ন এলাকায় ভাড়ায় বসবাস করে আসছে। আজ সোমবার উক্ত ভাড়া বাসার প্রধান গেইটের তালা ভেঙ্গে স্বামী রাসেল স্ত্রী মুক্তাকে হত্যার উদ্দেশ্যে ঘরে প্রবেশ করার চেষ্টা করলে স্ত্রী মুক্তা বাড়ীওয়ালার রুমে গিয়ে আশ্রয় নেয় বলে মুক্তা জানায়।
মুক্তা আরোও জানায়, আমার স্বামী আবুল কালাম আজাদ(রাসেল) নিজেকে আওয়ামীলীগের বড় নেতা ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান পিপিএম বার’র বন্ধু পরিচয়ে আমাকে শাররিক ও মানসিক অত্যাচারসহ ৪’মাসের গর্ভের সন্তানকে হত্যা করতে চেষ্টা করছে। গর্ভের সন্তান নষ্ট না করলে বা প্রসাশনের কাউকে জানালে আমিসহ আমার পরিবারের সকলকে হত্যা করে গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে আসছে। নিরুপায় হয়ে মুক্তা বাদি হয়ে গত রোববার সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক বাবুল হোসেন আমাকে নিজ বাসায় পৌছে দেয়।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক বাবুল হোসেন জানান, মুক্তাকে তার বাবার বাড়ী অথবা কোন নিরাপদ স্থানে যেতে বলেন। প্রয়োজনে ওসি স্যারের সাথে কথা কলেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান পিপিএম বার বলেন, আপাতত মুক্তাকে তার বাবার বাড়ী অথবা নিরাপদ কোন স্থানে যেতে বলেন। মুক্তা চাইলে যে কোন সময় থানা এসে মামলা করতে পারেন।
উল্লেখ্য আবুল কালাম আজাদ(রাসেল) নিজেকে নারায়ণগঞ্জ জেলার আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহব্বায়ক কমিটির সদস্য পরিচয়ে এলাকার বিভিন্ন স্থানে ফেস্টুন টানায়। এ ব্যাপরে নারায়ণগঞ্জ জেলার আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটির আহব্বায়ক আলহাজ্ব নিজামউদ্দিন আহম্মেদ ও যুগ্ম আহব্বায়ক মোঃ গোলাম কিবরিয়া খোকন দলীয় প্যাডে অবহিত করন বিজ্ঞপ্তি’র মাধ্যমে সর্ব সাধারণের অবগতর জন্য গণমাধ্যমে জানান, আবুল কালাম আজাদ(রাসেল) নারায়ণগঞ্জ জেলার আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহব্বায়ক কমিটির কেহ না।
Leave a Reply