সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার। গত রোববার দিবাগত রাত পোনে ১’টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সানারপাড় পিডেকে পাম্পের সামনে এ ঘটনা ঘটে। চালক ও হেলপার গ্রেফতানসহ ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। গতকাল সোমবার ধৃত চালক ও হেলপারকে আদালতে প্রেরণ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সানারপাড় পিডেকে পাম্পের সামনে চট্রগ্রামগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-২৫৫০) অজ্ঞাত(৩০) এক ব্যাক্তিকে রাস্তা পারাপারের সময় গত রোববার দিবাগত রাত পোনে ১’টায় চাপা দেয়। ঘটনাস্থলেই অজ্ঞাত ব্যাক্তিটি মারা যায়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে ট্রাকটি আটকসহ ট্রাকের চালক দুলাল ও হেলপার রুবেলকে গ্রেফতার করে। ধৃত দুলালের পিতার নাম সেলিম ও হেলপার রুবেলের পিতার নাম পোরা মানিক। তারা উভয়ে সিরাজগঞ্জ জেলার সাহাজাদপুর থানার তালগাছী গ্রামের বাসিন্ধা। পুলিশ বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে গতকাল সোমবার ২০১৮সালের সড়ক পরিবহন আইনের ১০৫/৯৯’ধারায় ৬নং মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করে। ঘাতক ট্রাকটি থানায় আটক রয়েছে।
Leave a Reply