নিজস্ব প্রতিবেদক :
কিছু কিছু দুঃখ থাকে কাউকে বলা যায় না, কারও সাথে শেয়ার করাও যায় না। নিজের ভিতরে রক্তক্ষরন নিয়েই কাটিয়ে দিতে হয় একটি জীবন। অনেক চড়াই উৎরাই পেরিয়ে দুঃখ নিয়ে শেষ করলাম ২০২০ সাল, এই সালটি অতি গরুত্বপূর্ণ একটি সাল, যা ইতিহাসের পাতায় লিখা থাকবে অতি করুন ভাবে।
কারণ এই সালটি করোনা মহামারী সাল যা পৃথীবির মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে, সবসময় সব বছর কারোজন্য ভালোভাবে যায় না, ও ভালো ভাবে আর্শিবাদ নিয়ে আসেও না। তবে ২০২০ সাল হয়তো বিশে^র প্রতিটি মানুষের জন্যই দুঃখ বড়া একটি বছর। চলার পথে অনেক কাছ থেকে মৃত্যুকে দেখেছি, মৃত্যু সবার জীবনে আসবে। কিছু কিছু মৃতু স্বাভাবিকভাবে হলেও আমার বাবার মৃত্যু আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে।
২০২০ সাল ১২ই জুলাই বিকাল ৪.৩০ মিনিটে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আমার চোখের সামনেই। যিনি আমাকে পৃথিবী দেখিয়েছেন, চন্দ্র সূর্য চিনিয়েছেন, সেই মানুষটি আজ আর পৃথিবীতে নেই। ভাবতেই হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায়।
যিনি মৃত্যুর ১ সপ্তাহ আগেও দিব্যি ঢাকা আসা-যাওয়া করে অফিস করেছেন। তবে বাবা এতো তারাতারি পৃথিবী ছাড়বেন ভাবতে পারিনি। তাই আমার জীবনে ২০২০ সাল অতি গুরুত্বপূর্ণ একটি বছর, যতদিন আমি এই পৃথিবীতে থাকবো ততদিন এই সালটি কথা মনে করে বুকের ভিতরে রক্তক্ষরণ হবে ।
কারণ বাবা ছিল, বাবা নেই। আমার বাবা কোন দিনও অর্থনৈতিক কষ্ট করেননি। উনি দুহাতে কামিয়েছেন, আর দেদারছে খরচ করেছেন। অভাব জিনিসটি বুঝতে দেননি। ইচ্ছে করলে প্রচুর সম্পদের মালিক হতে পারতেন। হয়তো বিধাতা তার জীবন এভাবেই লিখে রেখেছেন। এজগতে রহস্যের শেষ নেই, মানুষের বেঁচে থাকাও একটি রহস্য।
তবে করোনা প্রমান করে দিয়েছে, জগৎ সংসারে শান্তি নেই। যতই তুমি শান্তি সুখ, সুখ, করো আসল কাজ না করলে শান্তি আসবে না। বিধাতার অসীম দান এখনও মহান আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। অনেক মানুষ ক্ষমতা পেলে কি-না করেন। ক্ষমতায় থাকা কালে সীমাহীন ঔদ্বত্য দেখান। নিজেকে পরিনত করেন এক রহস্য মানবে।
কিন্তু তিনি বুঝেন না যে, একদিন এই পৃথিবীতে থাকব না। আর ক্ষমতা হারানো পরে! যাক সেটা আর বলতে চাইনা। প্রতিটি মানুষই পৃথিবীতে এরকম ভাবে ক্ষমতার অপব্যবহার করে থাকেন। কিন্তু আমার বাবা সরকারি চাকুরি করেও কোন দিন ক্ষমতার অপব্যবহার করেননি। সমাজে একজন সহজ-সরল সাধারণ মানুষ হিসাবেই জীবন যাপন করেছেন।
হতাশার আর দুঃখ ভরা এই মন নিয়ে আজকের এই লিখাটা লিখছি, শুধু মাত্র বাবাকে লিখার মাধ্যমে বাঁচিয়ে রাখার জন্য। আলসামির বছর ২০২০ সাল ঘরে শুয় বসেই কাটিয়েছেন অনেকেই, আবার এরই মধ্যে অনেকেই বাস্তবের টানে পৃথিবী ছেড়েছেন। কেউ চিরতরে ঘুমিয়েছেন, আবার কেউ এখনো ঘুমাচ্ছেন।
এই একটি বছর আপনি চিন্তা করেন, কত মানুষ তার আপন জনকে হারিয়েছেন। সেটা বলতে গিয়ে কলম থেমে যাবে। মাঝে মাঝে স্মৃতি দেুাদুল্যমান, যেহেতু আমি স্থির নই, আমার বারবার মনে হয় আশাহীন মানুষ আমি, স্বপ্ন হীন মানুষ আমি।
কেন এটা বললাম কারণ পৃথিবীতে সর্ববিষয়ে অভিজ্ঞতা নিয়েছি, শুধু বেঁচে থাকার জন্য। আমি কখনো আকাশ দেখিনা, শুধু আকাশের মত বিশাল বড় এই মনটাকে নিজের মধ্যে লালন করি।
বাবা একটি কথা প্রায়ই বলতেন “ফুটানি করো না, ফুটানি করে ছোট মনের মানুষরা, তোমার যা কিছু আছে তা নিয়েই বাঁচ”। তাই এখনও আমি বাবার কথাটা মনে রেখেই পথ চলি। “বাবা আরো বলতো তোমার বংশ পরিচয় প্রথমে আমি, তার পর তুমি”, কারণ তোমাকে আমি কিছুই দিতে পারিনি, লিখা পড়া ছাড়া। কারণ দেখো -আমার বাবা আমাকে লিখাপড়াও শিখাতে পারেনি, তাই তুমি আজ থেকে আদর্শ ও লিখাপড়া নিয়ে জীবনে কিছু করবে এবং বাঁচবে। আর সেটাই তোমার পরিচয়। আর কি লিখবো, কলম থেমে যায় লিখতে আর পারছি না, বাবা তুমি ওপারে ভালো থেকো। তোমার পরিচয় নিয়েই পৃথিবীতে এখনো বেঁচে আছি। আর আমি যতদিন বাঁচবো, আমার লিখার মাধ্যমে তুমিও আমার সাথে বেঁচে থাকবে।
Leave a Reply