আড়াইহাজার প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার সোমবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় আড়াইহাজার উপজেলা সদরে তার রাজনৈতিক কার্যালয়ে (আশিক সুপার মার্কেট) এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
আজ সাংবাদিক সম্মেলনে পারভিন আক্তার তার লিখিত বক্তব্যে বলেন, সময়ের প্রয়োজনে আমি তৃণমূল নেতাকর্মী ও জনগণের দাবীর প্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ ২ (আড়াইহাজার) আসন হইতে সংসদ সদস্য প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক ভাবে আমার নাম ঘোষনা করলাম। আমি বিএনপি রাজনীতিতে সক্রিয় অংশ গ্রহণের কারনে বিগত ১/১১ সরকার এবং বর্তমান আওয়ামীলীগ সরকারের মিথ্যা মামলা-হামলা, জেল-জুলুমে আমার এবং আমার পরিবারের অর্থনৈতিকভাবে ক্ষয়-ক্ষতি হয়। বিএনপি মনোনীত ২বার মেয়র এবং একবার উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করে হেরে গেছি। প্রশাসন কর্তৃক ভোট কেন্দ্র দখল না করলে সবগুলি নির্বাচনে আমি বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করতাম।
তিনি বলেন, ইতিপূর্বে যারা বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন করেছেন ও করতে চান তারা সকলে ঢাকায় অবস্থান করেন, নেতাকর্মী ও জনগনের বিপদে-আপদে তাদেরকে পাশে পাওয়া যায় না এবং তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন না।
পারভীন আক্তার বলেন, আমার স্বামী আনোয়ার হোসেন অনু আড়াইহাজার উপজেলার বিআরডিবি’র সাবেক নির্বাচিত চেয়ারম্যান। বর্তমান সরকারের দলীয় এমপি ও সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ার কারণে আমার স্বামীকে মেরে ফেলার ষড়যন্ত্র করে এবং মিথ্যা মামলায় জেলে নিলে হাইকোর্টে আমরা মামলা করলে জামিনে মুক্ত হয়।
তিনি এও বলেন, আমি আড়াইহাজার উপজেলা, পৌরসভা, থানা ও সরকারী সকল অফিসের পাশে মাঝখানে বসবাস করি বলে সবসময় তৃণমূলের নেতাকর্মীরা আমাকে পাশে পাওয়ার কারণে এবং জনগনের দাবীর প্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে আমার নাম আপনাদের মাধ্যমে ঘোষনা করলাম। আশা করি বিগত দিনের মত আগামী দিনেও আমার নেতাকর্মী, সমর্থক ও জনগণ আমার পাশে থাকবে ও আমাকে সহযোগিতা করবে । অতীতে বিএনপি আমাকে তিনবার মনোনয়ন দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিবে।
Leave a Reply