নিজস্ব প্রতিনিধি :
এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুজ্জামান বলেছেন, উন্নত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিক্ষিত জাতি প্রয়োজন। তাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে অধিক গুরুত্ব দিয়ে আজকের শিক্ষার্থীদের আগামীর অপার সম্পদে পরিনত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনা মহামারির কারনে শিক্ষার্থীরা যাতে পাঠ বিমুখ না হয় বাড়িতে বসেই যেনো বছরের শুরু থেকে পড়ালেখায় মনোযোগী হতে পারে সেলক্ষ্যে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই পৌছে দিয়েছেন সরকার। সারা দেশের ন্যায় ফতুল্লায় করোনা মহামারীর মধ্যে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার সময় শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
রোববার (৩ জানুয়ারী) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের মুসলিমনগর কে এম উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুজ্জামান।
এ সময় বিদ্যালয়ে জাতির জনক ব্ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বই, ছাত্র/ছাত্রীদের মাঝে বিতরন করেন ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমান ও মহামারীতে আক্রান্ত জনগোষ্ঠির জন্য দোয়া করা হয়।স্কুলের প্রধান শিক্ষক এ কে এম ইব্রাহিম এর সভাপতিত্বে বই বিতরন উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এম এ মান্নান, এনায়েতনগর ইউপি”র ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: শামসুল হক, ১,২ ও ৩ নংওয়ার্ড এর মহিলা মেম্বার আসমা আহমেদ রিতা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply