সোনারগাঁ প্রতিনিধি :
হঠাৎ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুরান টিপুরদী এলাকায় কনকা ইলেকট্রনিক্সের কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ৪ ঘন্টা আগুনের সাথে যুদ্ধ করে দুপুর ২টার সময় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। তবে কারখানার ভেতর থেকে এখনও কালো ধোয়া বের হচ্ছে। রোববার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরপরই আগুন লাগে। সকাল সাড়ে দশটা নাগাদ সকালের নাস্তার বিরতিতে সকল কর্মীরা বাইরে চলে আসলে কোন প্রকার প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় ২০০-২৫০ জন শ্রমিক এই কারখানাটিতে কাজ করেন। কিন্তু এই আগুনে সকল প্রকার উৎপাদনের উপকরণ এবং স্থায়ী সম্পত্তিসহ এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেছি। প্রায় ০৪ ঘন্টা চেষ্টা চালানোর পর অগ্নিযোদ্ধারা মস্তবড় এই আগুনকে নিজেদের বশে আনতে সক্ষম হয়েছে।
Leave a Reply