সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
ওসি মশিউরের বন্ধু পরিচয়ে দ্বিতীয় স্ত্রী মুক্তাকে শারীরিক ও মানসিক অত্যাচারসহ ৪’মাসের গর্ভের সন্তান হত্যা করার পায়তারা করছে আবুল কালাম আজাদ (রাসেল)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান পিপিএম বার জানান এ নামে তার কোন বন্ধু নেই। এ ব্যাপারে রাসেলের দ্বিতীয় স্ত্রী মুক্তা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় গতকাল রোববার একটি লিখিত অভিযোগ দায়ের করে।
জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতানপাড়া এলাকার স্থায়ী বাসিন্ধা সাবেক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন আলীর ছেলে আবুল কালাম আজাদ(রাসেল)। ঘরে স্ত্রী থাকার পরেও রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দুদুখান এলাকার একেন খাঁর মেয়ে মুক্তা আক্তারকে গত ২০২০ সালের ১০ই’জানুয়ারী ডিএমপির পূর্ব রামপুরা বনশ্রী কাজী অফিসে রেজিস্ট্রি মূলে বিবাহ করে।
বর্তমান সংসার জীবনে মুক্তা আক্তার বর্তমানে ৪’মাসের অন্তঃসত্ত্বা। থানার নাসিক ২নং ওয়ার্ড চিশ্তীয়া বেকারী সংলগ্ন এলাকায় ভাড়ায় বসবাস করে আসছে। স্বামী রাসেল নিজেকে আওয়ামীলীগের বড় নেতা ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান পিপিএম বার’র বন্ধু পরিচয়ে স্ত্রী মুক্তাকে বর্তমানে শারীরিক ও মানসিক অত্যাচারসহ ৪’মাসের গর্ভের সন্তানকে হত্যা করতে মরিয়া হয়ে উঠেছে। গর্ভের সন্তান নষ্ট না করলে বা প্রসাশনের কাউকে জানালে মুক্তাসহ তার পরিবারের সকলকে হত্যা করে গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে আসছে।
রাসেল আরো হুমকি দেয় আমি ও আমার বাবা এ যাবৎ অনেক গুম-খুন করেছি। তোর পরিবারসহ তোকে করলে কিছুই হবে না। এ হুমকির ঘটনায় মুক্তাসহ তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। রাসেল কয়েক বার মুক্তাকে হত্যা করতে বেধরক মারধরও করেছে। বিধায় নিরুপায় হয়ে মুক্তা বাদি হয়ে গতকাল রোববার সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
Leave a Reply