মম, বিশেষ প্রতিনিধি :
মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের পদোন্নতির দাবিতে কর্মবিরতি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বন্দর উপজেলার বাগপাড়া স্বাস্থ্যকেন্দ্রের পাশে। আজ (০১-১২-২০২০) মঙ্গলবার সারাদিন এই কার্যক্রম পালিত হয়। এ কর্মবিরতি অনুষ্ঠানে সারা বন্দর উপজেলার সকল মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা অংশগ্রহণ করেন।
এক সিনিয়ির স্বাস্থ্যকর্মী জানান, আমরা মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা সারা দেশের জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিটি মানুষের জীবনের শুরুতে শিশুকাল হতে রোগ প্রতিরোধ টীকা প্রদান করে থাকি। এ উপলক্ষ্যে আমরা প্রতি সপ্তাহে কমিউনিটি ক্লিনিকে বসে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে আসছি। আমরা মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি মাথায় রেখে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে আমাদের কাজ করে যাচ্ছি।
কর্মবিরতির কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী আজ থেকে ২২ বছর আগে আমাদের পদমর্যাদা নিশ্চিত ও উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছিলেন যা আজও বাস্তবায়ন হয়নি। সর্বশেষ ২০১৮ সালের ২১শে জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর হতে আমাদের কাছে চিঠি আসে আমাদের সকল প্রকার সরকারি ভাতা ও সুবিধা প্রদান করা হবে। কিন্তু আজও তা স্বপ্নই রয়ে গেল। তাই আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়নে এই কর্মবিরতি পালন করছি।
তিনি আরও বলেন, কৃষি ব্লগার মাঠকর্মী অফিসার হাঁস-মুরগি, গরু-ছাগল পশুদের চিকিৎসা করে তাদের পদমর্যাদার গ্রেড উন্নয়ন করেছে, তাদের দাবি-দাওয়া পূরণ হয়েছে। আমাদেরটা কেন হবে না? আমরা সৃষ্টির সেরা জীব মানুষের সেবা করে আসছি। তারা যদি নন-টেকনিক্যাল কাজ করে গ্রেড উন্নয়ন করতে পারে, আমাদেরটা কেন হবে না? তাহলে আমরা কেন টেকনিক্যাল কাজ করব?
Leave a Reply