Monday , 3 March 2025 | [bangla_date]
  1. Alor Dhara24 News
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. এন আই সি ইউ
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. খেলাধুলা
  8. ধর্ম
  9. নারায়ণগঞ্জ
  10. ফতুল্লা
  11. বন্দর
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিক্টোরিয়া হাসপাতাল

সাময়িক ‘সমন্বিত কাঠামোর’ মাধ্যমে ৭ কলেজ পরিচালনায় মন্ত্রণালয়ের অনুমোদন

প্রতিবেদক
AlorDhara24
March 3, 2025 1:20 pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, ভর্তি সংক্রান্ত দপ্তর, রেজিস্ট্রার দপ্তর ও হিসাব বিভাগের প্রতিনিধি সমন্বয়ে সাময়িক একটি সমন্বিত কাঠামোর মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের স্নাতক ও স্নাতোকোত্তর পর্যায়ের যাবতীয় শিক্ষা কার্যক্রম পরিচালনাসহ ১০ দফা সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এসব সুপারিশ বাস্তবায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে ইউজিসি চেয়ারম্যান ড. এ এস এম এ ফায়েজ সই করা চিঠিতে সুপারিশ অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

ইউজিসি চেয়ারম্যানের সুপারিশ অনুমোদন করে রোববার (২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কলেজগুলোর স্নাতক ও স্নাতোকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সাময়িক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে প্রাপ্ত চিঠিতে সুপারিশ অনুযায়ী অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

ইউজিসির চিঠিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা মহানগরীর সাতটি কলেজ- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাতটি কলেজের মধ্যে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমের বিষয়ে নানাবিধ সমস্যা ও জটিলতা তৈরি হতে থাকে।

এ পরিপ্রেক্ষিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কলেজগুলোর স্নাতক ও স্নাতোকোত্তর শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ করার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশাসনিক জটিলতা ও সাত কলেজের শিক্ষার্থীদের নানা অসুবিধার কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীলতার সঙ্গে বর্তমান ব্যবস্থা চালু রাখবে।

 

সাত কলেজ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে অধিভুক্ত সাত কলেজের স্নাতক ও স্নাতোকোত্তর শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সাময়িক ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ১০ দফা সুপারিশ করা হলো।

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, ভর্তি সংক্রান্ত দপ্তর, রেজিস্ট্রার দপ্তর ও হিসাব বিভাগের প্রতিনিধি সমন্বয়ে সাময়িক একটি সমন্বিত কাঠামো থাকবে, যা ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের স্নাতক ও স্নাতোকোত্তর পর্যায়ের যাবতীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।

২. একটি সনদপ্রাপ্ত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়/সমকক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতাভুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত এই সাময়িক কাঠামো সাতটি কলেজের দায়িত্ব পালন করবে।

৩. উপরোক্ত কাঠামোর কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের কোনো উপযুক্ত কার্যালয় (যে কলেজ থেকে পরিচালক মনোনীত হবেন) থেকে পরিচালিত হবে।

৪. এই কাঠামোর অধীনে সকল হিসাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলাদা ব্যাংক অ্যাকাউন্টে পরিচালিত হবে।

৫. প্রস্তাবিত ব্যবস্থার কাঠামোর একটি চিত্র দেওয়া হয়।

চিত্র অনুযায়ী, ইউজিসিরি একজন সদস্যের নেতৃত্বে গঠিত কমিটি নজরদারি সংস্থা থাকবে। তার নেতৃত্বে একজন পরিচালক থাকবেন, নজরদারি সংস্থা সাত কলেজের মধ্য থেকে একজন যোগ্য ও প্রশাসনিক কাজে অভিজ্ঞ অধ্যক্ষকে নিয়োগ করবেন।

সাত কলেজের শিক্ষার্থী সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক নির্দেশনায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে রেজিস্টারের দফতরের প্রতিনিধি/কর্মকর্তা সহায়তা দান করবেন।

পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক নির্দেশনায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে নিয়ন্ত্রক দফতরের প্রতিনিধি/কর্মকর্তা সহায়তা দেবেন।

অর্থ ও হিসাব সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক নির্দেশনায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে অর্থ ও হিসাব বিভাগের প্রতিনিধি/কর্মকর্তা সহায়তা প্রদান করবেন।

এছাড়াও, সাত কলেজের অনলাইন ভর্তি কমিটি থাকবে।

৬. প্রস্তাবিত ব্যবস্থাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যথাযথ পর্ষদে (অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট) জরুরি ভিত্তিতে অনুমোদিত হতে হবে।

৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, ভর্তি সংক্রান্ত দপ্তর, রেজিস্ট্রার দপ্তর ও হিসাব বিভাগ প্রস্তাবিত কাঠামোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় প্রয়োজনীয় সহায়তা দান করবে।

৮. সাত কলেজের ভর্তি, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম সংক্রান্ত তথ্য আদান প্রদানের জন্য স্ব স্ব কলেজের অধ্যক্ষের নিয়ন্ত্রণ একটি করে হেল্প ডেস্ক থাকবে।

৯. নিয়োগপ্রাপ্তির পরেই প্রস্তাবিত সাময়িক কাঠামোর পরিচালক জনবলের প্রস্তাবসহ কাঠামোর কার্যক্রমের অপারেশন ম্যানুয়েল প্রণয়ন করে সিন্ডিকেটে অনুমোদনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাখিল করবেন।

১০. কমিশন সমন্বিত কাঠামোর সার্বিক তত্ত্বাবধানসহ সময়ে সময়ে প্রয়োজনীয় পরামর্শ দেবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বোমা হামলার হুমকি পাওয়া সেই বিমানে তল্লাশি চলছে

চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে নতুন কৌশলে ছাত্রদল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা -নারায়ণগঞ্জ রোটে ৮ জোড়া ট্রেনের উদ্বোধন করেন মোঃ জাহিদুল ইসলাম মিয়া

মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের আলোকসজ্জায় ও বিভিন্ন প্রোগ্রামে নারায়ণগঞ্জ সেরা ভূমিকা পালন

বাংলাদেশি দক্ষ-অদক্ষ কর্মী নেবে ইতালি, খুলছে ভিসার দুয়ার

গুলিবিদ্ধ জুলাই বীর শাহজাহানের পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

মাদারীপুর জেলা আ.লীগের কার্যালয় ভাঙচুর

টিউলিপসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

শিমরাইল পেট্রোল পাম্পের পিছনে চলছে সিন্ডিকেট ভিত্তিক মাদক ও হেরোইন ব্যবসা

বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা