ঢাকাFriday , 21 February 2025
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. ধর্ম
  6. ফতুল্লা
  7. বন্দর
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মাল্টিমিডিয়া
  12. রূপগঞ্জ
  13. লাইফস্টাইল
  14. শহরের বাইরে
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

পিটিয়ে পানিতে ফেলে দেওয়া মরদেহ ভেসে এলো সৈকতে

AlorDhara24
February 21, 2025 8:17 am
Link Copied!

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় সন্দ্বীপ চ্যানেলে পিটিয়ে পানিতে ফেলে দেওয়া জেলে রাম জলদাসের (৩২) মরদেহ জোয়ারের পানিতে ভেসে এসেছে গুলিয়াখালী সমুদ্রসৈকত এলাকায়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।

বাড়বকুণ্ড ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ মাহমুদাবাদ জেলে পাড়ার মৃত শীতল জলদাসের পুত্র রাম জলদাস। ছেলেকে ফিরে পাবেন- এ আশায় দিন গুনছিলেন মা নুপুর বালা জলদাস।

অবশেষে অপেক্ষা শেষ হলো সন্তানের মরদেহ দেখে।

 

গত ১৭ ফেব্রুয়ারি নৌকা নিয়ে সন্দ্বীপ চ্যানেলে মাছ ধরতে গেলে জেলেদের বাধা দেয় বালুখেকোরা।

প্রতিবাদ করলে তারা জেলেদের পেটায় এবং এক পর্যায়ে রাম জলদাসকে সাগরে ফেলে দেয়। এসময় বালুখেকোরা তার ভাই লিটন জলদাসকে অপহরণ করে হাতিয়া নিয়ে যায়।

সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

 

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালি উদ্দিন আকবর বলেন, গুলিয়াখালী সৈকতে মরদেহটি ভেসে আসে। ভাটার সময় পানি নেমে যাওয়ায় কাদায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় জেলেরা। পরে তারা স্বজনদের খবর দেন। নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাম জলদাসের মরদেহ উদ্ধার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।