Monday , 11 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাদককারবারী গ্রেফতার

কোনো অজুহাত নেই, দায় নিজেদেরই : ফ্লিক

প্রতিবেদক
AlorDhara24
November 11, 2024 8:57 am

আলোরধারা ডেস্ক:

কোনো অজুহাত নেই, দায় নিজেদেরই-বেশ কবারই এমনটি বললেন হান্সি ফ্লিক। তবে রেফারির দিকেও বারবার আঙুল তুললেন বার্সেলোনা কোচ। তার মতে, রবের্ত লেভানদোভস্কির গোল বাতিল করে বিশাল ভুল করে ফেলেছেন রেফারি। ওই গোলটি হলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারত বলেও বিশ্বাস তার।

রেয়াল সোসিয়েদাদের মাঠে রোববার ম্যাচের ত্রয়োদশ মিনিটে জালে বল পাঠান বার্সেলোনার লেভানদোভস্কি। ভিএআর দেখেও শুরুতে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তবে গভীরভাবে দেখায় ফুটে ওঠে, লেভানদোভস্কির বুটের সামনের সামান্য অংশ অফসাইডে ছিল। স্রেফ মিলিমিটারের ব্যাপার সেটি। গোলটি আর দেওয়া হয়নি।

পরে প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় সোসিয়েদাদ। শেষ পর্যন্ত সেই গোলই তাদেরকে এনে দেয় দারুণ এক জয়।

ম্যাচের পর রেফারির সঙ্গে কথা বলতে দেখা যায় ফ্লিককে। রেফারি তখন স্রেফ হাসি দিয়ে জবাব দেন।

রেফারির সঙ্গে কী কথা হলো, সেটি পরে সংবাদমাধ্যমকে জানান বার্সেলোনা কোচ।

“তার সঙ্গে কথা বলেছি লেভানদোভস্কির বাতিল হওয়া গোলটি নিয়ে। গোলটি না দিয়ে তারা ভুল করেছেন। ছবি দেখেছি আমি এবং গোলটি বৈধ ছিল। এই গোল না দেওয়া মানে স্রেফ পাগলামো। পরিষ্কার গোল এটি এবং গোলটি যদি ধরা হতো, আমাদের জন্য ম্যাচটি ভিন্ন হতে পারত।”

“তবে আমাদের এটি মেনে নিতেই হবে। কারণ আমরা সবাই মানুষ এবং ভুল সবাই করি। আজকেরটি ছিল বড় ভুল।”

রেফারির ভুল দেখলেও প্রতিপক্ষ যে শ্রেয়তর ছিল, সেটায় কোনো ভুল দেখেন না ফ্লিক। বরং মাঠে নিজেদের ভুলের কথাও বললেন বার্সেলোনা কোচ।

“আজকে দিনটি আমাদের ছিল না। ফলাফল আমাদের মেনে নিতেই হবে, কারণ তারা কার্যকর ফুটবল খেলেছে। এটা পরিষ্কার, এখানে কোনো ভুল নেই। আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি।”

“শুরুটা ভালো করেছিলাম আমরা। তখন খুশিই ছিলাম আমি। তবে পরে আমরা খেই হারাই এবং ওরা গোল করে। আমরা কিছু ভুল সিদ্ধান্তও নিয়েছি মাঠে। তবে এটাকে সঙ্গী করেই এগিয়ে যেতে হবে।”

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয়ের পর এই ম্যাচে হারের স্বাদ পেল বার্সেলোনা। এর চেয়েও বড় ব্যাপার ছিল তাদের গোল করতে না পারা।

ফ্লিকের কোচিংয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলা বার্সেলোনা এই ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে গোল করেছিল ৫৫টি। মৌসুমে এই প্রথমবার গোল করতে পারল না কাতালানরা। এর চেয়েও বিস্ময়কর ব্যাপার, গোটা ম্যাচে একটি শটও তারা রাখতে পারেনি লক্ষ্যে!

বিভিন্ন খেলার তথ্য-পরিসংখ্যানের হিসাব রাখা সংস্থা অপ্টার মতে, ১০ মৌসুমের মধ্যে প্রথমবার লা লিগায় কোনো ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে পারল না বার্সেলোনা।

ফ্লিক এখানেও নিজেদের খামতি মেনে নিলেন অকপটে।

“পরাজয়ের দায় আমাদেরই। আমরা আরও ভালো খেলতে পারতাম, ভালো খেলাই উচিত ছিল। যেভাবে আমরা বল নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলাম, তা আমরা পারিনি এবং এজন্য ভুগতে হয়েছে। আগের ম্যাচগুলিতে আমরা যেভাবে খেলেছি, তা ছিল দুর্দান্ত এবং এখনও পর্যন্ত এই মৌসুমে দল যা করেছে, সেটির প্রশংসা করি আমি।”

“আজকে আমরা শেষ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করেছি, ঐক্যবদ্ধ ছিলাম এবং দলকে সেটা বলেছি। তবে আজকে আরও ভালো ফল আদায় করার মতো যথেষ্ট ভালো আমরা খেলতে পারিনি।”

চোটের কারণে লামিনে ইয়ামালকে এ দিন পায়নি বার্সেলোনা। খেলায় সেটির প্রভাব ফুটে উঠেছে স্পষ্ট। আপাতত আন্তর্জাতিক বিরতি থাকায় খুব একটা ভুগতে হবে না ক্লাবকে। তবে বিরতির পরই তাকে পাওয়া যাবে কি না, নিশ্চিত করতে পারলেন না কোচ।

“ইয়ামালের মতো একজনের অভাব যে কোনো দলই অনুভব করবে। এখনও পর্যন্ত আমরা জানি না, আন্তর্জাতিক বিরতির পরপরই তাকে পাব কি না। অপেক্ষা করতে হবে আমাদেরকে।”

 

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাব গৃহীত

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শান্তি আমাদের অগ্রাধিকার, দুর্বলতা নয়: শাহবাজ শরিফ

শীতলক্ষ্যা নদী থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

খাবারের যুগলবন্দিতে মিলবে পুষ্টি বেশি

তারেক রহমানের চার মামলা বাতিলের বিরুদ্ধে আপিলে রাষ্ট্রপক্ষ

হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় মা-ছেলের মৃত্যু

রাজশাহীতে সার্বিক নিরাপত্তায় র‍্যাব, ঈদগাহে ডগ স্কোয়াডের তল্লাশি

বৈশাখে মোশাররফ করিমের নতুন ছবি, নায়িকা পার্নো মিত্র