লাকসাম প্রতিনিধি: কুমিল্লার লাকসামে জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহসহ ৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার আজগরা ইউপি এলাকা থেকে শহিদ উল্লাহ এবং বৃহস্পতিবার রাতে অন্য ২ জনকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, শুক্রবার মাগরিবের নামাজের পর উপজেলার আজগরা ইউনিয়নের আশকামতা গ্রামের বাড়ি থেকে শহীদ উল্লাহকে গ্রেপ্তার করে লাকসাম থানা পুলিশ।
অপরদিকে, বৃহস্পতিবার রাতে উপজেলার লাকসাম পূর্ব ইউপি জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলামও জামায়াত কর্মী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৭ অক্টোবর) গ্রেপ্তারকৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
লাকসাম থানার অফিসার ইনর্চার আবদুল্লাহ আল মাহফুজ জানান, মনোহরগঞ্জ থানার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
মনোহরগঞ্জ থানার ওসি শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে, লাকসাম শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা শহীদ উল্লাহসহ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মো. শাহজাহান, সেক্রেটারি ড. সৈয়দ সরওয়ার সিদ্দিকী, লাকসাম শহর জামায়াতের আমীর জয়নাল আবদীন পাটোয়ারি।