Saturday , 24 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাদককারবারী গ্রেফতার

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ বিএনপির বহিষ্কৃত নেতা ‘ডন বজলু’ গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
January 24, 2026 5:49 pm

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ বিএনপির বহিষ্কৃত নেতা ‘ডন বজলু’ গ্রেপ্তার

​নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে অবৈধ অস্ত্র মজুদের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিদেশি পিস্তল ও গুলিসহ বিএনপির বহিষ্কৃত নেতা বজলুর রহমান ওরফে ‘ডন বজলু’-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

​শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকা থেকে ডন বজলু এবং তার তিন সহযোগীকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন:
• ​ইউনুস ওরফে বাদল (২০)
• ​সাইদুল (৩৪)
• ​আব্দুল জব্বার (৪২)
​র‍্যাব-১১-এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন জানান, “একটি ভাইরাল ভিডিও এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া বর্তমানে চলমান।

​সম্প্রতি একটি ভিডিও ক্লিপে দেখা যায়, সোনারগাঁওয়ের একটি রেস্টুরেন্টে ডন বজলুর পাশে বসে তালিকাভুক্ত সন্ত্রাসী জাকারিয়া নির্বাচন ঘিরে আরও অস্ত্র সংগ্রহের পরামর্শ দিচ্ছেন। ভিডিওটি জনমনে আতঙ্ক ছড়ালে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তৎপর হয়ে ওঠে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ডন বজলু নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে তিনি বর্তমানে আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
​তার বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ দীর্ঘ।
সোনারগাঁও ও বন্দর এলাকায় দীর্ঘদিনের একাধিপত্য ও জমি দখলের অভিযোগ।
২০২৫ সালের জুন মাসে হরিপুর বিদ্যুৎকেন্দ্রের টেন্ডার নিয়ে বিএনপি নেতা আতাউর রহমান মুকুলকে প্রকাশ্যে মারধর করে দেশজুড়ে সমালোচিত হন।
তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

​নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দল কোনোভাবেই সহিংসতা বা অবৈধ অস্ত্র সমর্থন করে না। অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
​অন্যদিকে, সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন এই ঘটনার দায় এড়িয়ে বলেন, নির্বাচনে অংশ নিলেও কোনো অপরাধী বা সন্ত্রাসীর দায় আমি নেব না। আইনের ঊর্ধ্বে কেউ নয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত