প্রেস রিলিজ:
১। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস বিরোধী বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের গোয়েন্দা শাখার তৎপরতায় সন্ত্রাসী, চোর, ছিনতাইকারী, ডাকাত, দুষ্কৃতিকারী, অপহরণকারী, প্রতারক ও হত্যা মামলার আসামীসহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতার করে সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব–১১ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে যাচ্ছে।
২। গত ০৩ জানুয়ারি ২০২৫ তারিখ বিকাল আনুমানিক সময়ে চট্টগ্রাম–ঢাকা মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড এলাকায় র্যাব পরিচয়ে একটি দল নারায়ণগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হতে ৩০ লক্ষ টাকা ডাকাতি করে। ডাকাতরা গাড়ি থামিয়ে পরিচয় নিশ্চিত করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় অবহিত করেন। ঘটনার পরপরই র্যাব–১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আসামীদের সনাক্তকরণ ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে।
৩। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১১:২০ ঘটিকায় র্যাব–১১, সিপিসি–১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত অন্যতম আসামী রেজা (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, মোবাইল ফোনসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।

৪। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সহযোগীদের নাম প্রকাশ করে। আসামীদের কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনের মধ্যে উল্লেখযোগ্য হলো – iPhone 16, VIVO এবং SYMPHONY ব্র্যান্ডের সেটসমূহ।
৫। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



















