নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা ইউনিয়নে পাড়াগাঁও এলাকায় র্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে ৬৫০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা'সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শুক্রবার (০৯ জানুয়ারী) রাত ০৩:৩০ ঘটিকার সময় র্যাব-১১ নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও মধ্যপাড়া গ্রামস্থ আসামিদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ নিঘুম (৩০) এবং মোঃ ইমন (২৮) নামে ২ জন মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদের হেফাজত হতে ৬৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এ
বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র্যাব-১১ সিনিয়র এডিশনাল স্কোয়াট কমান্ডার মোঃ শামসুর রহমান।
র্যাব-অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা মোঃ নিঘুম (৩০),মোঃ ইমন (২৮) উভয় পিতা-মৃত আনোয়ার আলী,সাং-পাড়াগাঁও মধ্যপাড়া,থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দুই সহোদর মিলে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তারিখঃ০৮.০১.২০২৬ইং
মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ