আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় চিহ্নিত অস্ত্রধারী ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ জানুয়ারি (মঙ্গলবার) ২০২৬ খ্রি. বেলা ১৫.০০ ঘটিকা থেকে ১৭.০০ ঘটিকা পর্যন্ত ফতুল্লা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ রফিক, বিপিএম; এসআই (নিঃ)/শামীম হোসাইন; এসআই (নিঃ)/মিজান, এসআই (নিঃ)/মিলন ফকির; এএসআই (নিঃ) শরিফুল সঙ্গীয় ফোর্সসহ ফতুল্লা থানার গলাচিপা এলাকার কুখ্যাত সন্ত্রাসী মোঃ জাহিদ হোসেন এর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে কুখ্যাত অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত জাহিদ হোসেন এর সহযোগী মোঃ মনির হোসেন ওরফে ফাইটার মনির(৪০), পিতাঃ মোঃ সাইদুর রহমান, মাতাঃ পারভীন বেগম, সাং- মাসদাইর, থানাঃ ফতুল্লা, জেলাঃ নারায়ণগঞ্জকে গ্রেফতার করে। অতঃপর গ্রেফতারকৃত আসামি মোঃ মনিরের দেখানো মতে উক্ত বাড়ি হতে ১। স্টিলের বড় ছোড়া-০২টি, ২। হাতল ছাড়া স্টিলের রামদা-০১ টি, ৩। বড় দা-০৩ টি, ৪। ডেগার-০১ টি, ৫। সামুরাই-০১ টি, ৬। বড় ছোরা- ০৬ টি, ৭। ছোট ছোড়া-০২ টি, ৮। চাপাতি বড়-০১ টি, ৯। চাপাতি ছোট-০১ টি, ১০। করাত-০১ টি, ১১। হাতুড়ি বড়- ০১ টি, ১২। লোহা কাটার-০১ টি, ১৩। পাইপ-০৩টি
১৪। কম্পিউটার এর সিপিইউ- ০১ টি, ১৫। মনিটর-০২ টি, ১৬। গাঁজা-২৪ পুড়িয়া, ১৭। গাঁজা মাপার মেশিন ছোট-০১ টি উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ মনিরের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।



















