সোমবার বাদ আসর ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুর ৬ষ্ঠ দিন এবং সমাপ্ত দিন উপলক্ষে মহানগর বিএনপির হৌসিয়ারি সমিতি প্রাঙ্গনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এড. সাখাওয়াত খান আহব্বায়ক নারায়নগঞ্জ মহানগর বিএনপি , এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু , যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন , সাইফুদ্দিন আজাদ , রেজা রিপন , মনির হোসেন খান, সদর থানা সভাপতি মাসুদ রানা , আব্দুল কবির সেন্টু , বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরন , ডা. মজিবুর রহমান , সদর থানা সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান , এবং সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক এবং ও মহানগর মহিলা দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর দিলারা মাসুদ ময়না সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতা কর্মীরা এ সময়ে উপস্থিত ছিলেন।
বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন বেগম খালেদা জিয়ার আপোসহীন নেত্রী একটি কথাই বলে গেছেন বাংলাদেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই বাংলাদেশের জনগন ই আমার ঠিকানা । খালেদা জিয়ার যে জানাজা হয়েছে পৃথিবীর ইতিহাসে এমন কোনো জানাযা হয়েছে কি না আমার জানা নেই। খালেদা জিয়া মানুষদের জন্য যা করে গিয়েছেন সেটা মানিক মিয়া এভিনিউ জানাযা ই প্রমান করেছে , আল্লাহ অবশ্যই তাকে জান্নাতের সর্ব্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করবেন। সে সাথে আসন্ন এ্যায়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীর্ষ এর হয়ে ও ভোট চান ইউসুফ খান টিপু।
এবং মিলাদ ও দোয়ার পর গরীব অসহায় দুস্ত এতিমদের মাঝে তীব্র শীতে কম্বল বিতরন করেন এবং খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া চান সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু ।



















