প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ১:৫৫ পি.এম
মাসুদুজ্জামান’র উদ্যোগে নাসিক ১২নং ওয়ার্ডে না’গঞ্জ মহানগর বিএনপি’র দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রায়ত আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকালে নাসিক ১২নং ওয়ার্ডের মিশনপাড়া এলাকায় বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ'র উদ্যোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র এ দোয়া মাহফিল ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা শওকত হাশেম শকু'র সভাপতিত্বে ও-ই দোয়া মাহফিল ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান অতিথি এড. আবু আল ইউসুফ খান টিপু তার বক্তব্যে বলেন- দীর্ঘ রাজনৈতিক জীবন জুড়ে নানা ষড়যন্ত্র ও নিপীড়নের শিকার হলেও দেশ ও জনগণের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত একটি কথাই বারবার বলেছেন, বাংলাদেশ ছাড়া আমার আর কোন ঠিকানা নেই, বাংলাদেশই আমার আসল ঠিকানা। এ-ই দেশের মানুষের ভালোবাসা ও গণতন্ত্রের জন্য তিনি সব কষ্ট সহ্য করেছেন।
তিনি আরও বলেন- বেগম খালেদা জিয়া'র বিরুদ্ধে নানা সময়ে দেশী ও বিদেশী ষড়যন্ত্র হয়েছে। তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে। কিন্তু সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে তিনি দেশের মাটিতেই থেকেছেন। তার এ-ই দৃঢ়তা আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন।
ও-ই দোয়া মাহফিল ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কালে ও-ই সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, নাসিক ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
দোয়া মাহফিল শেষে দুঃস্থ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Alordhara24news