বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। রাজধানীর বনানীতে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিস্থলেই তাঁর চিরনিদ্রার প্রস্তুতি রাখা হয়েছে।
দলীয় নেতারা জানান, রাজনৈতিক জীবনে যেমন বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার আদর্শ ও পথ অনুসরণ করেছেন, তেমনি শেষ ঠিকানাও তাঁর স্বামীর পাশেই নির্ধারণ করা হয়েছে। এটি দল ও অনুসারীদের কাছে একটি ঐতিহাসিক ও আবেগঘন সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও চূড়ান্ত প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



















