২০২৬ সালের প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ১৩শ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ আসনে প্রার্থীরা তাদের রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন। মুফতি আব্দুল কাইয়ুম মাদানী বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে 'রিকশা' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ৩ টায় স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মুফতি আব্দুল কাইয়ুম মাদানী এবং তার দলের নেতাকর্মীরা কিছু সুনির্দিষ্ট লক্ষ্যের কথা জানিয়েছেন। এলাকায় ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সামাজিক ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করা। প্রশাসনিক ও রাজনৈতিক সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা। রূপগঞ্জের সাধারণ মানুষের ভোটাধিকার এবং মৌলিক অধিকার রক্ষায় সোচ্চার থাকা।
নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে বর্তমানে ব্যাপক নির্বাচনী আমেজ বিরাজ করছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, এবারের নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ করার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মুফতি আব্দুল কাইয়ুম মাদানীর অংশগ্রহণ এই আসনে ইসলামি ধারার ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন। বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জের বিভিন্ন আসনে তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। রূপগঞ্জ ছাড়াও পার্শ্ববর্তী আসনগুলোতে দলটির প্রার্থীরা সক্রিয় রয়েছেন এবং নিয়মিত নির্বাচনী প্রস্তুতি সভা করছেন।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি ইউসুফ ফরিদী,সাধারণ সম্পাদক মাওলানা হাসান মহসিন,সাংগঠনিক সম্পাদক মুফতি তাওহিদুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ আল হাসান,মুফতি ইউসুফ সিদ্দিক,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আলামিন, ভুলতা ইউনিয়নের বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতি মুফতি ইয়ার মোহাম্মদ প্রমুখ।
তারিখঃ২৮.১২.২০২৫ইং
মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ