নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির রাজনীতিতে গত কয়েক সপ্তাহে যে নাটকীয়তা দেখা গেছে, তা কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। গত ৩ নভেম্বর ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদকে প্রার্থী ঘোষণা করার পর থেকেই স্থানীয় বিএনপিতে বিদ্রোহের সুর বাজে। অভিজ্ঞ নেতা অ্যাডভোকেট আবুল কালাম, সাখাওয়াত হোসেন খান এবং আবু জাফর বাবুল একজোট হয়ে হাইকমান্ডের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। ১৬ ডিসেম্বর মাসুদের 'নিরাপত্তাহীনতার' কারণ দেখিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা সেই বিদ্রোহের পালে নতুন হাওয়া দেয়। যদিও মাসুদ পরে ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু মাঠপর্যায়ের নেতাকর্মীদের আস্থার সংকটে শেষ পর্যন্ত বিএনপি হাইকমান্ড অভিজ্ঞতার ঝুলিকেই বেছে নিল। বুধবার দুপুরে অ্যাডভোকেট আবুল কালামের চূড়ান্ত মনোনয়নের মাধ্যমে এই রাজনৈতিক নাটকের যবনিকাপাত ঘটল।