প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৯:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ১০:২০ এ.এম
আ.লীগ নেতা গ্রেফতারে আড়াইহাজারে মিষ্টি বিতরণ!
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘটনায় দায়ের হওয়া মামলায় মঙ্গলবার গভীর রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজিজ মোল্লা দুপ্তারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার সকালে দুপ্তারা বাজারে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী মিষ্টি বিলিয়ে খুশি প্রকাশ করেন।এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
আজিজ মোল্লার বিরুদ্ধে জমি দখল,অবৈধ ভাবে বালু ভরাট, মারধর, মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এ বিষয়ে দুপ্তারা ইউনিয়নের বাসিন্দা জিয়াউল হক বেদন জানান, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ নেতা আজিজের অত্যাচার নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে। পুলিশ গ্রেপ্তার করেছে এটা অনেক বড় খুশির খবর। এইজন্য সবাই মিষ্টি মুখ করলাম।
আরেকজন বাসিন্দা হান্নান , জানান ডিবি পুলিশকে ধন্যবাদ আওয়ামী লীগের দোসর আজিজকে গ্রেপ্তার করার জন্য। আজিজ আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে বালু উত্তলন থেকে শুরু করে জমিজমা দখলসহ বিভিন্ন অপকর্ম করেছে। করেছে মানুষকে নির্যাতন।
সাবেক মেম্বার আহসান, স্থানীয় এলাকাবাসী রমজান ও আব্দুল মান্নান এর স্ত্রী সকলে তার বিরুদ্ধে একই অভিযোগ করে বলেন,আওয়ামীলীগ সরকারের আমলে সাধারণ মানুষের উপর হামলা মামলা দিয়ে নির্যাতন করতেন তিনি। তার যন্ত্রণায় কেউই এলাকায় থাকতে পারতেন না।
এবিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
Alordhara24news