Friday , 19 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাল্টিমিডিয়া

হাদী হত্যাকারীদের বিচার দাবিতে রূপগঞ্জে থানা ও মহাসড়ক অবরোধ করেছে এনসিপি !

প্রতিবেদক
AlorDhara24
December 19, 2025 4:29 pm

সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওসমান হাদীর মৃত্যুর খবরে এবং হত্যাকারীদের বিচার দাবিতে শুক্রবার সকালে (১৯ ডিসেম্বর) কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী বাজার থেকে রূপগঞ্জ সদর ইউনিয়নের রূপগঞ্জ থানার সামনে দুই ঘন্টা বাপি বিক্ষুব্ধ জুলাই যোদ্ধা ও সর্বস্তরের ছাত্র জনতা রূপগঞ্জে মহাসড়কে নেমে আসে এবং সড়ক অবরোধ করে।

ওসমান হাদীর মৃত্যু অত্যন্ত দুঃখজনকভাবে,গত ১২ ডিসেম্বর গুলিতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শরীফ ওসমান হাদী মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল, কিন্তু তার মস্তিষ্কে গুরুতর আঘাত এবং একাধিক অঙ্গ অকেজো হয়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। তার মৃত্যুতে দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে। জুম্মার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা চালিয়ে রিকশায় ফেরার সময় একটি মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গুলি বর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদকে শনাক্ত করা হয়েছে। তার সহযোগী হিসেবে মোটরসাইকেল চালক আলমগীর শেখের নাম উঠে এসেছে। ধারণা করা হচ্ছে, ঘটনার পরপরই ফয়সাল ও তার সহযোগী সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। তাদের পালাতে সহযোগিতার অভিযোগে সঞ্জয় চিসিম ও সিবিয়ন দিও নামে দুজনকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

১৬ ডিসেম্বর নরসিংদীর সদর থানার তরুয়াকান্দা এলাকার একটি বিল থেকে হামলায় ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং ৪১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব। এই ঘটনায় ফয়সাল (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সামিয়া এবং শ্যালক শিপুসহ প্রায় ১৪ জনকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সরকার হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ইনকিলাব মঞ্চ এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে আরও কঠোর আন্দোলনের ডাক দিয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল ঘটনার স্থানে এসে তাদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী মো: ইউসুফ হোসাইন,প্রথম যুগ্ম সমন্বয়কারী আজিজুল হাকিম রাতুল,সদস্য সমন্বয়কারী ইফতেখারুজ্জামান সাগর,গাফফার চৌধুরী,মোহন মিয়া,ইমন মালোম,জিহাদ হোসেন রিয়াদ,সারওয়ার হোসেন প্রমুখ।

তারিখঃ১৯.১২.২০২৫ইং
মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত