নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় কোরেশ বাংলাদেশ লিমিটেড নামের একটি গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন না পেয়ে কর্তৃপক্ষের প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৩০ মিনিট ধরে অবরোধ করেছে।
বৃহস্পতিবার দুপুর ১টা থেকে শ্রমিকরা মহাসড়কের উভয় পাশে অবস্থান নেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধসহ প্রতিষ্ঠানটি পুনরায় চালু করার দাবি জানান।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, শ্রমিকদের বুঝিয়ে আমরা রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনার মাধ্যমে সমাধান বের করার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।


















