মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে উদযাপিত হচ্ছে নানা কর্মসূচি। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে ভাষণটি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। মহান বিজয় দিবসকে স্মরণীয় করে তুলতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সেখানে ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং দৃষ্টিনন্দন অ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সমন্বিত ব্যান্ড পরিবেশনা দর্শকদের আকর্ষণ করে। পাশাপাশি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের বাদ্য পরিবেশন অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরেও দেশের বিভিন্ন সেনানিবাস ও ঘাঁটি সংলগ্ন এলাকায় সীমিত পরিসরে ব্যান্ড পরিবেশনা আয়োজন করা হয়।

এছাড়া বিমানবাহিনীর উদ্যোগে খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, চট্টগ্রাম শহর ও ফৌজদারহাট এলাকা, কক্সবাজার এবং মাতারবাড়ী এলাকায় সীমিত আকারে ফ্লাই পাস্ট পরিচালিত হয়।
বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী প্রদর্শনীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমানসহ সশস্ত্র বাহিনীর ৫৩ জন সদস্য—মোট ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন। এই প্রদর্শনীটি এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক প্যারাট্রুপারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলেও তা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়নি।




















