Tuesday , 16 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাল্টিমিডিয়া

বিজয় দিবসের ভাষণে কঠোর বার্তা প্রধান উপদেষ্টার!

প্রতিবেদক
AlorDhara24
December 16, 2025 1:12 pm

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভয়ভীতি, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কখনো থামানো যাবে না এবং এ ধরনের সব অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দেওয়া ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, বিজয়ের আনন্দের এই দিনে তিনি গভীর বেদনা নিয়ে জাতির সামনে উপস্থিত হয়েছেন। সম্প্রতি জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে তিনি শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা জানান, শরিফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

তিনি আরও বলেন, সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং হামলার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এই ষড়যন্ত্রে জড়িতরা যেখানেই থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ভাষণের শেষাংশে অধ্যাপক ইউনূস দেশবাসীকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, অপপ্রচার ও গুজবে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো চেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে এবং পরাজিত ফ্যাসিস্ট শক্তির আর ফিরে আসার সুযোগ নেই।

এ সময় তিনি মহান বিজয় দিবস উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা ও লাল-সবুজের পতাকা আমাদের অহংকার ও প্রেরণার চিরন্তন উৎস।

সর্বশেষ - বাংলাদেশ