হাফ ভাড়াকে কেন্দ্র করে সরকারি বিএম কলেজ শিক্ষার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন জিরো পয়েন্টে শিক্ষার্থীদের অবস্থান এবং বাস ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছে তারা।
শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৭টা থেকে মহাসড়ক অবরোধ এবং বাস ভাঙচুরের ঘটনা ঘটে।