Saturday , 15 November 2025 | [bangla_date]
  1. ৫০ হাজার মানুষ পানিবন্দি
  2. Alor Dhara24 News
  3. Post
  4. অন্যান্য
  5. আড়াইহাজার
  6. এন আই সি ইউ
  7. ওয়াজ ও দোয়ার মাহফিল
  8. কো-অর্ডিনেটর
  9. খেলা
  10. খেলাধুলা
  11. জ্বালানী তেল বিপনন বন্ধ
  12. ধর্ম
  13. নারায়ণগঞ্জ
  14. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  15. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার

পারিবারিক কলহে চাচিকে কেচি দিয়ে এলোপাতাড়ি কোপালেন ভাতিজী সোনালী

প্রতিবেদক
AlorDhara24
November 15, 2025 8:28 am

সিদ্ধিরগঞ্জ থানাধীন গোনাইল এলাকায় চেয়ারম্যান অফিসের সামনে প্রকাশ্যে আপন চাচীকে ধারালো কেচী দিয়ে রক্তাত করলো ভাতিজী সোনালী । 

 

জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার সময় চাচী  (হাছিনা) ছাদে কাপড় রোদ দেয়াকে কেন্দ্র করে কথাকাটা কাটি শুরু হয় পূর্বে পারিবারিক ঝামেলার কারনে  ভাতিজী সোনালী ছাদে কাপড় গুলো কেচি দিয়ে কেটে ফেলে আর তা বাধা দিতে আসলে চাচী (হাছিনা) কে অকথ্য ভাষায় গালাগালি করে ভাতিজী সোনালী আর এসব বিষয় বাধা প্রধান করতে গেলে চাচী হাসিনা কে মেরে ফেলার উদেশ্যে কেচি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে সোনালী এরপর চাচী হাসিনার শব্দ পেয়ে আশে পাশের লোক জন এসে তাকে দ্রুত খানপুর 00 শয্য হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়াতে তাকে ঢাকা মেডিকেল নিয়ে তার চিকিৎসা করাতে হয়। ভাতিজী সোনালীর কেচির আঘাতে গাড় এ ১০ টি সেলাই এবং মুখে ৪টি সেলাই করতে হয় ।এ বিষয় সিদ্ধিরগঞ্জ থানা অভিযোগ করাতে ভাতিজী সোনালী বলেন যদি থানায় মামলা করতে যাও তাহলে এবার প্রাণে মেরে ফেলবো ।

 

এলাকাবাসী বলেন , চাচী (হাছিনা)  ও  ভাতিজী সোনালী তারা সবাই একই সাথে একই মহল্লায় থাকে বিগত কিছু দিন আগে তাদের পারিবারিক ঝামেলার  শুরু হয় এর পর থেকে বিভিন্ন সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হতো কিন্তু বিগত বছর যাবত  ভাতিজী সোনালীর কিছু আচরন ও চলা ফেরা খুব উগ্র সে কাউকে তোয়াক্য করে না কারো সাথে ভালো আচরন করেনা আর তার চলাফেরা কিছু উপর মহলের সাথে এজন্য এতো বড় ঘটরা ঘটিয়ে সে কোনো অনুতপ্তহ না হয়ে চাচী (হাছিনা) কে মেরে ফেলার হুমকি প্রদান করছে ।

 

সিদ্ধিরগঞ্জ থানার, এস আই নুর আলম বলেন মামলা দেবার ক্ষমতা আমার কি আছে ? মামলা নেবার ক্ষমতা আছে অসি সাহেবের।  

 

এ বিষয়, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ,  ওসি শাহিন পারভেজ বলেন এ বিষয় আমি অবগত ছিলাম না অভিযোগ কারীকে আসতে বলেন আমি ব্যবস্থা নিচ্ছি।

সর্বশেষ - শহরের বাইরে