ঢাকার নবাবগঞ্জ উপজেলায় খতমে নবুওয়াত সম্মেলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত মহা সম্মেলন সফল করার লক্ষ্যে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি ঢাকা দক্ষিণ আয়োজিত অনুষ্ঠানে মুফতী মোহাম্মদ জাকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- মধুপুরের পীর আল্লামা আব্দুল হালিম।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হালিম বলেন, দেশী বিদেশি নানা ষড়যন্ত্রে দেশ এখন টালমাটাল অবস্থা। হাসিনা পালিয়ে গেলেও দেশে ঘুষ, দুর্নীতি, জুলম- নির্যাতন বন্ধ হয়নি। দেশকে স্থিতিশীল করতে হলে আলেমদেরকে সঙ্গে নিতে হবে। এরই মধ্যে একদল নিজেদের নবী দাবি করে দেশে বিশৃঙ্খলা তৈরি করছে। নবাবগঞ্জে বরকত উল্লাহ নামে ভন্ড নিজেকে দাবি করেও জাহান্নামে চলে গেছে। এখন তার দুই সন্তানও নিজেদের নবী দাবি করছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই। আগামী ১৫ নভেম্বর খতমে নবুয়াতের মহাসম্মেলন থেকে কাদিয়ানিসহ নবী দাবি করা সবার বিচার নিশ্চিত করতে হবে। এদেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। মহাসম্মেলন সফল করার জন্য দলে দলে যোগদান করে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- মুফতী খলিল আহমদ কাসেমী কোরাইসী, শায়ক আব্দুর রউফ বিন আব্দুল হাফিজ মক্কী, মাওলানা ইলিয়াস গুম্মান, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মুফতী মাহফুজুল হক, মাওলানা মুহাম্মদ খুবাইব বিন তৈয়ব, মাওলানা আহমদ আলী সিরাজ মাদানী, মাওলানা মুয়াবিয়া আজম তারেক, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, আল্লামা মামুনুল হকম মাওলানা জুনায়েদ আল হাবিব।