গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার ( ৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মিলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে মিলগেইট এলাকার একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও গুদামে।
খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট এবং পরে উত্তরা, ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের আরও পাঁচ ইউনিটসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, পানি সংকট থাকায় নির্বাপনে সময় লাগছে। তবে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।