পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ফতুল্লার কথিত বিএনপি নেতার হামলায় ২ সাংবাদিকসহ ৩ জন আহতের ঘটনায় র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান।
বিবৃতিতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক জি এম সুমন বলেন, ৫ আগষ্টের পর থেকে সাংবাদিকরা বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে। গণমাধ্যম কর্মীদের এত নির্যাতন যা সহ্য করার মত না। আমরা অনতিবিলম্বে আটককৃত হামলাকারি কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন দৃষ্টান্ত শাস্তি দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনলাইন পোর্টাল জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি মো. আকাশ (২৭), নিউজ নারায়ণগঞ্জ নামের একটি পোর্টালের ক্যামেরাম্যান আবদুল্লাহ মামুন (৩২) ও আয়াজ হোসেন (২৮) সন্ত্রাসী হামলার শিকার হয়। ওই সময় হামলাকারি কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন উল্লেখিত গণমাধ্যম কর্মীদের ক্যামারা ও মোবাইল ভাংচুরসহ আটক করে রাখে। পরে খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ দ্রত ঘটনাস্থলে এসে ২ গণমাধ্যম কর্মীসহ ৩ জনকে জখম অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে প্রেরণ করেছে।



















