নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর হোন্ডা জ্বালিয়ে দেয়ার অভিযোগ ওঠেছে আকতার এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। পরে হোন্ডা জ্বালিয়ে দেয়ার ভিডিও ব্যবসায়ীর মোবাইলে পাঠিয়ে হুমকি দেয় বলেও জানা যায়।
সোমবার (৪ নভেম্বর) ভোরে ফতুল্লার পাগলা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ী সাদ্দাম হোসেন বাদী হয়ে আকতার ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, আকতার নিজেকে ইউনিয়ন যুবদলের নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও নানা অপকর্মে জড়িয়ে আছে। গত ৩ নভেম্বর রাতে সাদ্দামের হোন্ডা জোরপূর্বক নিয়ে চাঁদা দাবি করলে ব্যবসায়ী রাজি না হওয়ায় হোন্ডা জ্বালিয়ে দেয়। পরে ভিডিও ধারণ করে হুমকি দেয়া হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাদ্দাম হোসেন অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”