সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ প্রায় সাত লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩ নভেম্বর) দিনভর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিজিবির অধীনস্থ ভোমরা, কুশখালী, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল অংশ নেয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব এলাকায় পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, বিভিন্ন প্রকার ঔষধ, আগরবাতি ও গাঁজা জব্দ করা হয়। এর মধ্যে সবচেয়ে বড় উদ্ধারটি হয় সাতক্ষীরা সদর উপজেলার চৌকিঘাটা ও ছয়ঘরিয়া এলাকায়, যেখানে কুশখালী বিওপির সদস্যরা ১০ কেজি গাঁজাসহ এক লাখ পাঁচ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করেন।
অন্যদিকে ভোমরা বিওপি বাঁশকল চেকপোস্ট এলাকা থেকে ২৪ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি, কালিয়ানী বিওপি ৭০ হাজার টাকার ঔষধ, কাকডাঙ্গা বিওপি কলারোয়া উপজেলার ভাদিয়ালী এলাকা থেকে দুই লাখ ২৭ হাজার টাকার শাড়ি ও ঔষধ, মাদরা বিওপি ফুলতলা ও চান্দা এলাকা থেকে এক লাখ পাঁচ হাজার টাকার ঔষধ, হিজলদী বিওপি শিশুতলা এলাকা থেকে নয় হাজার টাকার আগরবাতি এবং সুলতানপুর ও ঝাউডাঙ্গা ক্যাম্প থেকে মোট এক লাখ ৪০ হাজার টাকার ঔষধ জব্দ করে।
সব মিলিয়ে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৮১ হাজার টাকা।
বিজিবি জানায়, এসব পণ্য ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। উদ্ধার করা মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে আছে। সীমান্ত এলাকায় এমন অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে।



















