সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্টার্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল কমান্ডারের জমি বিক্রি করা ও দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক আওয়ামী লীগ নেতা গুজা লিটন ও শাহিন পারভেজের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্নভাবে হুমকি ও হয়রানির মধ্যে পড়েছেন মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী রিহিমা বেগম ও তার ছেলে রকিবুল ইসলাম ইমন।
ভোক্তভোগীর পরিবার জানায়, ১৯৮৪ সালে সিদ্ধিরগঞ্জ কদমতলি নয়াপাড়া এলাকায় ১৭ শতাংশ জমি ক্রয় করে দলিল সম্পাদন করেন। সেই থেকে জমি ভোগদখল করে আসছেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল কমান্ডার। ২০১২ সালে মুক্তিযোদ্ধা ইসমাইল কমান্ডার মৃত্যুবরণ করিলে তারপর থেকেই আওয়ামী লীগের নেতা গুজা লিটন ও শাহিন পারভেজ পায়তায় শুরু করে এবং জালিয়াতি করে কিছু জমি অন্যত্র বিক্রি করেন। যখন আমরা জানতে পারি জমির কিছু অংশ নামজারি করে বিক্রি করেছে তখন আমরা জমিতে চাষাবাদের জন্য গেলে গুজা লিটন ও শাহিন পারভেজের বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে আমরা নারায়ণগঞ্জ আদালতের দ্বারস্থ হয়ে শাহিন পারভেজ গংদের বিরুদ্ধে সানি মোকদ্দমা রুজু করা হয়। যাহার নাম্বার ১৪০/২০২৩। বর্তমানে বিবাদীগণ সহ অন্যান্য কতিপয় ব্যক্তি অবৈধভাবে তফসিল বর্ণিত সম্পত্তি নামজারী সহ অন্যান্য কার্যক্রম চালানোর পায়তারা করিতেছে।
ভুক্তভোগী পরিবার আরও জানায়, আমরা এ জমিটি নিয়ে শংকায় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। এ বিষয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশের হস্তক্ষেপ কামনা করছি।##



















