নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ৬ নং ওয়ার্ড সোনামিয়া বাজার আজিজ জমিদারের বড় ছেলে মোঃ শামীম মিয়া রবিবার সকাল ১০টায় কক্সবাজার বিচে অবস্থিত প্রাসাদ প্যারাডাইস হোটেল কক্ষে অসুস্থ হয়ে পরে এত হোটেল কর্তৃপক্ষ কাছাকাছি একটি ক্লিনিকে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ।।
জানা যায়, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতি রহমান মতি খুব ঘনিষ্ঠ ভাজন ছিলেন শাশীম ও জাকির চেয়াম্যান, মাসুম শেখ ও সাব্বির প্রধান। জুলাই বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় জাকির চেয়ারম্যান, মাসুম শেখ ও সাব্বির প্রধান সহ শামীম সবাই জড়িত থাকাতে দীর্ঘ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন। বিভিন্ন মহলে আত করে দীর্ঘদিন প্রশাসনের নাকের ডগায় দিয়ে চলছিলো তারা এবং সেই সূত্রে গ্রেফতার এরাতে কক্সবাজার বিচে ঘুরতে গিয়ে অধিক মদ্য পান করে অসুস্থ হয়ে মৃত্যূ হয়েছে বলে জানা যায়। এর পর তার লাশ নারায়ণগঞ্জে নিয়ে আসে তার আত্বীয় স্বজনরা ।
এলাকা সূত্রে জানা যায়, শামীম,জাকির চেয়ারম্যান, মামুন শেখ ও সাব্বির প্রধান সহ যারা বিগত দিনে একই সাথে বিভিন্ন সময় বিভিন্ন জেলায় ঘুরতে গেলে বিভিন্ন নেশা দব্য গ্রহন করতো। হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তারা ছয়জন একসাথে এসেছিলো কিন্তু প্রকাশ্য ভাবে নাম এসেছে চারজনের তাহলে বাকি দুইজন কারা ?? শামীমের মৃত্যু অন্য খাতে বা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে মন্ত্যব এলাকা বাসীর।। তাই এলাকাবাসীর দাবী এটা স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত খুন সেটা দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।



















