নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাস্তার পাশ থেকে অজ্ঞাত (৬৫) পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) সকালে বড়াইগ্রাম ময়মনসিংহপাড়া এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বড়াইগ্রাম ময়মনসিংহপাড়া এলাকায় এক অসুস্থ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। সারাদিন ঘোরাঘুরি করে রাতে স্থানীয় বাজার ঘুমিয়ে থাকতেন। তবে তার নাম-পরিচয় কেউ জানে না। আজ সকালে স্থানীয়রা তাকে ময়মনসিংহ পাড়ার রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, খবর পেয়ে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে।



















